উন্নয়ন কাজের গুণগতমান ঠিক রাখতে হবে : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়ন কাজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। গুণগতমান যথাযথ থাকলে রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক কমবে। এতে দেশ অনেক উপকৃত হবে।

বৃহস্পতিবার ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক ১১তম বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকগুলো নীতি অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে প্রকল্পের অনুষঙ্গ সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সমীক্ষা করেই প্রকল্প প্রণয়ন করা হয়। বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ মান ঠিক রাখা হচ্ছে কি না তা মনিটরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

এ লক্ষ্যে প্রকল্প এলাকায় প্রকল্পের বিস্তারিত তথ্য সাইনবোর্ডে প্রদর্শন করতে হবে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি আশা করেন, সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে করণীয় ঠিক রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ অবদান রাখবে।

ইআরডি সচিব কাজী শফিকুল আজম, সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসাইন, বিশ্বব্যাংক প্রতিনিধি ড. জাফরুল ইসলাম এবং আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে এলজিডি, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এফবিসিসিআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

এমএ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।