মোবাইল ব্যাংকিং নিয়ে তামাশা চলছে : ফরাসউদ্দিন


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

দেশের মোবাইল ব্যাংকিং নিয়ে তামাশা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত উপ-কর কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরাসউদ্দিন বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে ১০০ টাকা লেনদেনের সময় ১ টাকা ৮৬ পয়সা চার্জ হিসেবে কেটে নিচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। যা প্রায় দুই টাকার সমান। এটা জনগণের সঙ্গে এক প্রকার প্রতারণা। তারা মানুষকে ঠকাচ্ছে। যেখানে ব্যাংক সিস্টেমে নেয় ৪০ পয়সা। সেখানে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ ৪০ পয়সার বেশি হওয়া উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে ভেবে দেখতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় এনবিআর গ্রাহকের ব্যাংক হিসেব দেখতে চায়। বিশেষ প্রয়োজন না হলে এটা উচিত নয়। কেবল সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকের ব্যাংক হিসেব দেখতে হবে। কারণ এটা মানুষের আমানত, তা রক্ষা করতে হবে। এছাড়াও এনবিআর বিভিন্ন সময় অভিযোগের প্রেক্ষিতে চিঠি দেয়। এক্ষেত্রে যথাযথ সম্মান দেখিয়ে চিঠি দিতে হবে।

রাজস্ব বাড়াতে কর ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, কর ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনলে এর সচ্ছতা বাড়বে। কর আহরণও বৃদ্ধি পাবে। বিভিন্ন মামলা জটিলতায় এনবিআরের প্রায় ৩২ হাজার কোটি টাকা আটকে আছে। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে নজর দিতে হবে।

সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন  এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য মো. আবদুল রাজ্জাক, আলমগীর হোসেন প্রমুখ।

এসআই/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।