উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ৩০ মার্চ ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচক পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে চার হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করছে।

আর টাকায় লেনদেন হয়েছে ৩১৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৭৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি টাকা।

এদিন মোট ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৯টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৭ লাখ টাকা।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।