পুঁজিবাজারের উন্নয়নে বিএফএমএফ গঠনের সিদ্ধান্ত


প্রকাশিত: ০৯:১৭ এএম, ৩০ মার্চ ২০১৫

পুঁজিবাজারসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমাবস্থায় পুঁজিবাজার সংশ্লিষ্ট মোট ছয়টি সংগঠনের সমন্বয়ে এ ফোরাম গঠন করা হবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আযোজনে এ সমন্বীত বৈঠক অনুষ্ঠিত হয়। সমন্বয় সভা শেষে ফোরাম গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।

প্রথমিক অবস্থায় ফোরামের সদস্য ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

সভা শেষে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু জানান, এই ফোরাম প্রাথমিকভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করবে। পরবর্তীতে দেশের অন্যান্য খাত নিয়েও কাজ করবে।

উল্লেখ্য, সমন্বয় সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি আলী রেজা ইফতেখার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদ খান উপস্থিত ছিলেন।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।