পথশিশুদের জন্য ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

আজকের শিশুই আগামীর সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। পথে-ঘাটেই যাদের থাকা, বেড়ে ওঠা।

এই পথশিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটি হাঁটা প্রতিযোগিতার আয়োজন করছে প্রাণ ড্রিংকিং ওয়াটার।

‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ শীর্ষক এই প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা যত বেশি হবে তত বেশি অর্থ যোগ হবে পথশিশু সাহায্য তহবিলে।

তহবিলের অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কর্মসূচিতে। ১৭ ফেব্রুয়ারি সকাল ৭টায় রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাঁটতে হবে ৫ কিলোমিটার পথ।

এ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রাণ ডিংকিং ওয়াটার ওয়াকাথনের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে PRANName Phone Number District (Ex- PRANSajid 017*******Dhaka) লিখে 2323 নম্বরে এসএমএস করতে হবে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।