বাণিজ্য মেলায় পুরস্কার পেল প্রাণ


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান প্রাণ ফুড লিমিটেড। এ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে প্রাণ। প্রথম হয়েছে রানা টেক্সটাইল। আর তৃতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে আরও তিন প্রতিষ্ঠান।

মেলার আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

pran

প্রাণ ফুডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ ফুডের ডিজিএম পার্থ প্রীতম মিশ্র। তার হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

অন্যদিকে সর্বোচ্চ ভ্যাটদাতা এবং প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন। ওয়ালটনের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন কোম্পানিটির নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা।

জানা গেছে, মেলায় ওয়ালটন মোট ৩৬ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা ভ্যাট দিয়েছে। একই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে র‌্যাংগস ইলেকট্রনিকস ও হাতিল ফার্নিচার।

pran

উল্লেখ্য, গত বছরের বাণিজ্য মেলায় ওয়ালটন ১৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা ভ্যাট দিয়ে শ্রেষ্ঠ ভ্যাটদাতার স্বীকৃতি অর্জন করেছিল। এবার গতবারের তুলনায় দ্বিগুনেরও বেশি ভ্যাট দেয় ওয়ালটন।

সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতেও প্রথম পুরস্কার লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে- আকতার ফার্নিচার, হাতিল ফার্নিচার ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। একই ক্যাটাগরিতে নাদিয়া ফার্নিচার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কোকোলা ফুড প্রডাক্টস পেয়েছে তৃতীয় পুরস্কার।

ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর বলেন, বাণিজ্য মেলায় ভ্যাটের পুরস্কার প্রচলনের পর থেকে প্রতি বছরই শ্রেষ্ঠত্বের সম্মান পাচ্ছে ওয়ালটন। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

pran

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উদ্ভাবনের দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। বাণিজ্য মেলা সেই উদ্ভাবনী শক্তিকে উৎসাহ জোগাবে। ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে হবে বলে জানান তিনি।

ইপিবির ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা বলেন, এবার বিক্রি অর্ডার পাওয়া গেছে ২৪৩ দশমিক ৪৪ কোটি টাকা, পণ্য বিক্রি হয়েছে ১১৩ দশমিক ৫৩ কোটি টাকার। তিনি বলেন, গত বারের চেয়ে এবার মেলায় ভালো বিক্রি হয়েছে।

এমএ/এসআই/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।