সব স্রোত মিলেছে বাণিজ্য মেলায়


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। ফলে মেলার পর্দা নামতে আর মাত্র বাকি একদিন। আগামীকাল শনিবার শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা।

মেলার বিদায় ঘণ্টা ঘনিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়, পাশাপাশি বিক্রেতাদেরও বেড়েছে পণ্য বিক্রির প্রতিযোগিতা। সব মিলে রাজধানীবাসীর সব স্রোত মিলেছে বাণিজ্য মেলায়।

বিদায়ের সুর বাজানো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুক্রবার বিকেল ছিল জনসমুদ্রময়। ক্রেতা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে বিক্রেতাদেরও দম ফেলার সময়ও নেই। সেই সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে শেষ সময়ে মেলায় চলছে মূল্যছাড়ের হিড়িক। ক্রেতারা নিজেদের পছন্দের পণ্য কিনছেন।

ব্যবসায়ীরা জানান, মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ গৃহস্থালি পণ্যে। এছাড়া প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকারসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্যের চাহিদাও রয়েছে। শেষ সময়ে এসব পণ্য ছাড়াও মোটামুটি সব পণ্যই রয়েছে নগদ ছাড়ের পাশাপাশি বিভিন্ন উপহার। এছাড়া গয়নার স্টলগুলোতে নারীদের ভিড় লেগেই ছিল। স্টলগুলোতে বাহারি ডিজাইনের গয়না কিনতে ভিড় করছেন তরুণীরাও।

মেলা শেষ সময় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে জমজমাট ছিল মেলার প্রতিটি স্টল ও প্যাভিলিয়ন। মেলার প্রথম দিকে আসা মানুষের অধিকাংশ দর্শনার্থী হলেও শেষ সময়ে এসে ক্রেতার সংখ্যাও বেড়েছে কয়েকগুণ।

স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী এমদাদুল হক। বেশ কিছু গৃহস্থালি পণ্য কিনে মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

Trade

তিনি বলেন, এর আগেও দুই দিন মেলায় এসেছি কিন্তু তেমন কিছু কেনা হয়নি। আজ অনেক স্টলেই বিভিন্ন ছাড় দিচ্ছে সেই কারণেই এসব পণ্য কেনা।

মেলা প্রাঙ্গণে আসা আরেক চাকরিজীবী উম্মে কুলসুম বিথী বলেন,  ব্যস্ততার কারণে এবার বাণিজ্য মেলায় আসার সুযোগ হয়নি। আজ সাপ্তাহিক ছুটি এবং মেলার শেষ সময় হওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড় চলাফেরা করতেই কষ্ট হচ্ছে এরমধ্যেই গৃহস্থালি কিছু পণ্য কিনলাম।

এদিকে ব্যবসায়ীদের জানান, অন্যদিনের তুলনায় আজ দর্শনার্থী-ক্রেতা সাধারণের ভিড় অনেক বেশি, পাশাপাশি শেষ সময় বেচা-বিক্রিও অনেক ভালো।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।