ছুটির দিনে বাণিজ্য মেলায় বিকিকিনির ধুম


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দশকে ছুটির দিনে (শুক্রবার) ক্রেতা-দশনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তিল ধারণের ঠাঁই নেই স্টল-প্যাভিলিয়নগুলোতে। ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। বিকিকিনিতে জমে উঠেছে বাণিজ্য মেলা।

মেলা ঘুরে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদাচারণা ছিল লক্ষ্যণীয়। বিকেলে দর্শনার্থীদের স্রোতে মেলায় তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্য ছাড় দিচ্ছেন বিক্রেতারা। দর্শনার্থী বাড়তে থাকায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আশানুরুপ ক্রেতা-দর্শনার্থী পেয়ে খুশি স্টল মালিকরাও।

মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি পণ্যে। এর মধ্যে বেশি চাহিদা রয়েছে প্লাস্টিকের তৈরি গৃহস্থলি পণ্যে। পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক পণ্য।

মেলায় রাজধানীর হাজারীবাগ থেকে আসা উম্মে কুলসুম বলেন, ছুটির দিনে পরিবারের সবাই মেলায় এসেছি। কিন্তু মেলার আজ অনেক ভিড়। মেলায় অনেক ছাড় দিচ্ছে। আমি আরএফএল প্লাস্টিকের কিছু গৃহস্থলি পণ্য কিনলাম। এছাড়াও প্রেসার কুকার, রাইস কুকারসহ বেশ কিছু পণ্য কিনেছি।

mela
মেলায় আসা আরিফ জানায়, অনেক ঘোরা ঘুরির পর পছন্দের একটি ব্লেজার পেয়েছি। এখান থেকেই কিনলাম, দামেও কম আর ফিটিংও ভালো হয়েছে।

সুমাইয়া ফ্যাশনের দায়িত্বরত মো. দাউদ জানায়, মেলার শেষ মুহূর্তে আমরা বিশেষ ছাড় দিচ্ছে। শুধু আজকের জন্য বিশেষ ছাড়ে ১২০০ টাকায় ব্লেজার ১০০০ টাকায় বিক্রি করছি। ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

এছাড়া মেলায় তরুণদের পছন্দে রয়েছে আধুনিক, চোখ ধাঁধানো রং ও বিভিন্ন আকারের ‘দুরন্ত’ ব্র্যান্ডের বাইসাইকেল। ক্রেতাদের আকর্ষণের জন্য করতে প্রতিটি বাইসাইকেলে ৫ থেকে ২০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। দুরন্ত ব্র্যান্ডের ৯০টি বেশি ডিজাইনের বাইসাইকেল রয়েছে। সর্বনিম্ন ২৩শ’ টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এসব সাইকেল।

এদিকে বাণিজ্য মেলায় সনি ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে নিত্য নতুন স্মার্টফোন। মোবাইল ফোন কিনলেই স্ক্রাচ কার্ড। আর কার্ড ঘষলেই নিশ্চিত উপহার। সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এর বাইরে মোবাইলে নগদ ডিসকাউন্ট তো আছেই। বিক্রয়কর্মী আরিফ জানান, ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে।

বাণিজ্য মেলায় ভিশনের প্যাভিলিয়ন ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে একমাত্র ভিশন ব্রান্ড সবচেয়ে কম মূল্যে এলইডি স্মার্ট টিভি দিচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে ক্রেতাদের ভিশনের সব ধরনের পণ্যের উপর ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হচ্ছে। সঙ্গে হোম ডেলিভারি। ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের বেশ সারা পাচ্ছি। বিক্রিও ভালো হচ্ছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনের এবারের মেলাস্থল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে (পূর্ববর্তী তিন বছরের মতো) প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।