এসএমই শিল্পের উন্নয়নে ১৬শ কোটি টাকার ঋণ


প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে সরকার ও উন্নয়ন সহয়োগী সংস্থাটির মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।

এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী সফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে এডিবির সঙ্গে এ সংক্রান্ত একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুন নাহার প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইআরডির ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, এডিবি আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। চলতি অর্থবছর এডিবি দুই বিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি রয়েছে, যা বিশ্বব্যাংকের ঋণ প্রতিশ্রুতির চেয়ে বেশি। তবে শুধু প্রতিশ্রুতির অংক বাড়লে চলবে না, অর্থ ছাড়ের বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে।

ঋণ চুক্তি বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি বলেন, এসএমই প্রকল্পের আওতায় যে ঋণ দেয়া হচ্ছে তা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখবে। এ খাতে নেয়া প্রকল্পটি সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গেও সংগতিপূর্ণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এডিবির সঙ্গে স্বাক্ষরিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক প্রকল্পের ঋণ চুক্তির আওতায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ৫ বছর রেয়াতকালসহ ২০ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট (লাইবর)-এর সমান। তবে অব্যয়িত ওপর শূন্যে দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।

প্রকল্পের উদ্দেশ্য হলো মধ্যে ও স্বল্প মেয়াদি ঋণের মাধ্যমে এসএমই খাতকে এগিয়ে নেয়া। এর আওতায় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে গ্রামীণ জনপদের বেসরকারি খাতে গড়ে ওঠা ক্ষুদ্র মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশে ঋণ সহায়তা দেয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় বাংলাদেশ ব্যাংক এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত।

স্বাধীনতার পর থেকে এডিবি বাংলাদেশকে বিভিন্ন খাতে ঋণ সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানি সম্পদ, সুশাসন, স্বাস্থ্য, আর্থিক খাত ইত্যাদি। এ পর্যন্ত দেয়া সংস্থাটির মোট ঋণের পরিমাণ প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।