জ্বালানি তেলের দাম কমছে না


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমছে বলে কয়েক দফা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা নাকচ করে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, ‘আপাতত জ্বালানি তেলের দাম কমছে না।’

যদিও সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে তেলের দাম কমানোর প্রতিশ্রুতি ছিল। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, জানুয়ারি মাসেই তেলের দাম কমানো হবে।

এক সাংবাদিক তেলের দাম কমানোর বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম দু’ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে আমরা অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাওয়ায়, বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরও তেলের দাম বাড়তে পারে। এ কারণে সরকার এ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টে (মূল্য সমন্বয়ে) না যাওয়ার।’

এমইউএইচ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।