ডিএসই-৩০ সূচকে লংকাবাংলা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

নিয়মিত সূচক পুনঃগণনার অংশ হিসেবে ব্লুচিপ সূচক ‘ডিএসই-৩০’ পুনঃসমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে ডিএসই-৩০ সূ্চকে নতুন করে যুক্ত হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আর সূচকটি থেকে বাদ পড়েছে সিঙ্গার বাংলাদেশ।

আগামী ২২ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে সোমবার ডিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। বিপরীতে ব্লুচিপ তালিকা থেকে ছিটকে পড়েছে সিঙ্গার বাংলাদেশ।

এমএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।