বিকাশ অ্যাকাউন্ট খুললেই বাণিজ্য মেলার প্রবেশ টিকিট ফ্রি


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১১ জানুয়ারি ২০১৭

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিকাশ অ্যাকাউন্ট খুললেই  পাওয়া যাচ্ছে ফ্রি প্রবেশ টিকিট। একই সঙ্গে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা টিকিটের পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ৫০% ক্যাশব্যাক।

বাণিজ্য মেলায় মেইন গেইট এবং সাইড গেইট এর পাশে বিকাশ কাউন্টার রয়েছে যেখানে বিকাশ অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি।

মেলায় বিকাশের দায়িত্ব থাকা রাসেল জানান, ফ্রি বিকাশ অ্যাকাউন্ট খুলতে সংযোগসহ মোবাইল ফোন, ছবিযুক্ত পরিচয়পত্র এবং তার ফটোকপি (জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।

তিনি জানান, মেলায় এসে বিকাশ অ্যাকাউন্ট খুললেই প্রবেশ করার ফ্রি টিকিট দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য মেলার ভিতরে বিকাশ-এর ২টি এজেন্ট বুথ রয়েছে যেখানে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ‘ক্যাশ ইন’ এবং ‘ক্যাশ আউট’ সেবা দেওয়া হচ্ছে।

মেলায় ফ্রি প্রবেশ করতে অথবা ক্যাশব্যাক উপভোগ করতে বাণিজ্যমেলায় নির্ধারিত বিকাশ কাউন্টারে যোগাযোগ করতে হবে।

ফ্রি প্রবেশ টিকিটের অফারটি শুধুমাত্র নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রযোজ্য। একটি বিকাশ অ্যাকাউন্ট খোলার বিনিময়ে কেবলমাত্র একজনই ফ্রি প্রবেশ করতে পারবেন।

ক্যাশব্যাক অফারটি কেবল বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। একজন বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রতিদিন বাণিজ্যমেলায় প্রবেশের জন্য সর্বোচ্চ ২টি টিকিট এ ক্যাশব্যাক পাবেন।

টিকিট কিনার পরবর্তী কর্মদিবসের মধ্যে কাস্টমার তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকের মাধ্যমে টাকা পেয়ে যাবেন।

বিকাশের মুখপাত্র জাহেদুল ইসলাম বলেন, বিকাশ ওয়ালেট দিয়ে মেলায় বিনা মূল্যে প্রবেশের পাশাপাশি কোনো গ্রাহকের নগদ টাকা প্রয়োজন হলে তিনি অন্য যেকোনো বিকাশ ব্যবহারকারীর কাছ থেকে টাকা এনে মেলা প্রাঙ্গণে বিকাশ বুথ থেকে তা ক্যাশ করতে পারবেন।

এমএ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।