৬শ’কোটি টাকার আর্থিক সহায়তা দেবে ডেনিশ সরকার
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আগামী ৫ বছরে (২০১৬-২১) ৬শ’ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে ডেনিশ সরকার। বুধবার বাংলাদেশ সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগী মন্ত্রী মোজেন জেনসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে এক বৈঠক শেষে এ তথ্য জানান। রাজধানীর হেয়াররোডে অর্থমন্ত্রীর সরকারী বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মোজেন জেনসেন সাংবাদিকদের বলেন, কোপেনহেগেন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে। এর অংশ হিসেবে আগামী ২০১৬-২১ মেয়াদে কৃষি, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৬’শ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি নেয়া হয়েছে।
বাংলাদেশের সাথে ডেনমার্কের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে আসছি। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে ডেনিশ সরকার উন্নয়ন-সহযোগী হিসেবে আমাদের সাথে কাজ করছে। তারা খুব ভাল উন্নয়ন সহযোগী।
তিনি বলেন, ২০১৬-২১ মেয়াদে ডেনিশ সরকার ৬’শ কোটি টাকার যে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কেননা তাদের আর্থিক সাহায্যপুষ্ট প্রকল্পসমূহ অধিকাংশ দীর্ঘমেয়াদি হওয়ায় নানা ধরনের সুবিধা রয়েছে।
অর্থমন্ত্রী বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের কোন কার্যকারিতা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলন কর্মসূচি পুরোটাই কান্ডজ্ঞানহীন সিদ্ধান্ত।
আরএস/পিআর