দুর্নীতিবাজদের ছাড় দিলে ব্যাংকিং খাত ধ্বংস হবে


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৪ আগস্ট ২০১৪

দুর্নীতিবাজদের ছাড় দেয়া হলে দেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইন্সিটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত মুদ্রানীতির উপর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত, দৃঢ় ও যথোপযুক্ত সময়োচিত দৃশ্যমান পদক্ষেপ নেয়া উচিৎ। দুর্নীতিবাজদের কোনমতে ছাড় দেয়া ঠিক হবে না। ছাড় দেয়া হলে দেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিকে টাইট মুদ্রানীতি বলে আখ্যায়িত করে তিনি বলেন, এ নীতি ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের সমস্যায় ফেলবে। পাশাপাশি মাঝারি উদ্যোক্তাদেরও সমস্যায় ফেলবে। এ নীতিতে শেয়ার বাজার বিষয়ে কোন সুনির্দিষ্ট স্বচ্ছ নীতির কথা বলা হয়নি। বিদেশি ঋণ নিতে উৎসাহিত করলে দেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সময়ের জন্য ঝুঁকির মধ্যে ফেলবে।

বিআইডিএস এর মহাপরিচালক ড. মুস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।