মোহাম্মদপুরে ডেইলি শপিং-এর দুটি আউটলেট চালু


প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৬ মার্চ ২০১৫

সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে চেইনশপ ডেইলি শপ-এর আরো দুইটি আউটলেট চালু করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ৩০/২২ ব্লক সি, তাজমহল রোড এবং হাউস-১৩, রোড-৬, শেখের টেক-এ দুইটি ডেইলি শপিং উদ্বোধন করা হয়।

ডেইলি শপিং-এর এসব আউটলেটে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরণের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

ডেইলি শপিং এর অপারেশন ম্যানেজার গালিব ফাররোখ বখত জানান, ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীপণ্য সরবরাহ করতে ডেইলি শপিং-এর এসব আউটলেট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেইলি শপিং এর আউটলেট চালু করা হবে বলেও তিনি জানান।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহ্মেদ (অবঃ) সম্প্রতি ডেইলি শপিং দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাণ এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিং চিফ খান সালেহ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, খিলগাঁও ও দক্ষিণ বাসাবো, শেওড়াপাড়া ও পল্লবীতে ‘ডেইলি শপিং’ এর আউটলেট চালু রয়েছে।    

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।