দরপতনে টানা চার দিন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচক পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। এ নিয়ে টানা চার কার্যদিবস দর পতন হলো পুঁজিবাজারে।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে চার হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ২৫৩ কোটি টাকা।
এ দিন মোট ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টির দাম বেড়েছে, কমেছে ২২৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ১৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৩ লাখ টাকা।
এসআই/আরএস/আরআই