সহজ ডটকমে বাণিজ্য মেলার টিকিটের দাম বেশি


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশে এবারই প্রথম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। সহজ ডটকমের (www.shohoz.com) মাধ্যমে অনলাইনে আগে থেকে টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা। কিন্তু সাধারণ টিকেটের চেয়ে অনলাইনে টিকেটের দাম ২ টাকা করে বেশি দিতে হবে।

বরাবরের মতো মেলার বাইরে টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। ছোটদের জন্য ২০ টাকা। তবে অনলাইনে টিকেট কাটলে বড়দের ৩২ টাকা, ছোটদের ২২ টাকা দিতে হবে।

সহজ ডটকমের অ্যাসিসটেন্ট ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) মোহাম্মদ সিহাব তালুকদার বলেন, এটা ব্যাংক প্রসেসিং ফি। প্রতি টিকিটে মাত্র ২ টাকা বেশি নেয়া হচ্ছে।

২০ টাকার টিকিটে অতিরিক্ত ২ টাকা বেশি নেয়া উচিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত অনলাইনে যে কোন টিকিট কাটার চন্য আমরা বেশি ফি নিয়ে থাকি। কিন্তু বাণিজ্য মেলার টিকিটের জন্য নিচ্ছি না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে টিকিট কাটলে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করা যাবে। টিকিটের টাকা বিকাশ একাউন্ট বা ডেবিট অথবা ক্রেডিট কার্ডে প্রদান করা যাবে। টিকিটের টাকা পে করলেই মোবাইলে এসএমএস চলে আসবে। সেই এসএম দেখালেই প্রবেশ করা যাবে সহজে।

বূধবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলার প্যাভিলিয়ন ও সাধারণ স্টল তৈরির কাজ এখনো শেষ হয়নি। পূর্ণাঙ্গ কাজ শেষ হতে এক সপ্তাহ সময় লাগতে পারে জানান মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে মেলায় টিকিট কেটে দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। অনেকে কেনাকাটাও করছেন।

এবারের বাণিজ্যমেলার মূল ফটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়াই মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলার পর্দা নামবে ৩১ জানুয়ারি।

এমএ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।