এডিপি বাস্তবায়নের হার বেড়েছে


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে বাস্তবায়ন হয়েছে ২৬ দশমিক ৭ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে মোট ৩৩ হাজার কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৩ হাজার কোটি টাকা।

মন্ত্রী বলেন, জনবলের অভাবে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে। প্রকল্প পাসের আগে জনবলের বিষয়টি নিশ্চিত করতে হবে। জনবলের অভাবে প্রকল্প যাতে বাধাগ্রস্থ না হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আশা করি এ বছর এডিপি বাস্তবায়নের হার বাড়বে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ১২০০ প্রকল্প চলমান রয়েছে। এ অবস্থায় সব প্রকল্পের জন্য আলাদা আলাদা প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেয়া সম্ভভ হচ্ছে না। কারণ জনবল সংকট রয়েছে।

এমএ/আরএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।