দর হারানোর শীর্ষে চার ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠে এসছে চার ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংক গুলো হলো: পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
সূত্র জানায়, রোববার দর হারানোর শীর্ষের দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংটি দর হারিয়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ যার সমাপনী মূল্য ২০ টাকা ৩০ পয়সা, তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়া হারিয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। যার সমাপনী মূল্য ১৩ টাকা ৭০ পয়সা। চতুর্থে রয়েছে উত্তরা ব্যাংক। ব্যাংটির দর হারিয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ যার সমাপনী মূল্য ২০ টাকা ৮০ পয়সা এবং ৪ দশমিক ৫০ শতাংশ হারিয়ে ন্যাশনাল ব্যাংক নবম স্থানে রয়েছে। ব্যাংটির সমাপনী মূল্য ১০ টাকা ৬০ পয়সা।
তবে সবচেয়ে বেশি দর হারিয়েছে ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের। দিনশেষে ফান্ডটির দর কমেছে ৭ দশমিক ৮৩ শতাংশ। রোববার দিনশেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৬০ পয়সা। দিনের মধ্যে ফান্ডটির দরসীমা ছিল ২১৬ টাকা থেকে ২৬৬ টাকা ১০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার সমাপনী মূল্য ছিল ২৮৬ টাকা।
এছাড়াও দর হানানোর শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, আর এন স্পিনিংয়ের ৫ দশমিক ৩৮ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ৮৭ শতাংশ, কনটিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮১ শতাংশ, হাইডালবার্গ সিমেন্টর ৪ দশমিক ৬৯ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৪ শতাংশ দর কমেছে।
এসআই/এএইচ/পিআর