বাণিজ্য মেলায় প্রথমবারের মতো ভ্যাট স্টল করছে এনবিআর


প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

বাণিজ্য মেলায় প্রথমবারের মতো স্টল স্থাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীরা যেন সহজেই ভ্যাট প্রদান করতে পারেন এ জন্য এটি স্থাপন করা হচ্ছে।

সোমবার রাত ৯টায় এই স্টল উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় এনবিআরের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টল উদ্বোধন শেষে নজিবুর রহমান বলেন, দেশে টিআইএন সংখ্যা ২৬ হাজার অতিক্রম করেছে। এটা একটা ভালো খবর। আমরা মধ্য আয়ের দেশ গড়ার জন্য বদ্ধ পরিকর। আস্তে আস্তে সে দিকেই যাচ্ছি।

তিনি বলেন, আমরা বলেছিলাম, ব্যবসায়ীদেরকে আমাদের কাছে আসতে হবে না। আমরা ব্যবসায়ীদের হাছে যাবো। এরই অংশ হিসেবে আমরা বাণিজ্য মেলায় স্টল স্থাপন করছি। যেখান থেকে ভ্যাট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

দেখা যায়, বাণিজ্য মেলার প্রধান ফটক থেকে সোজা গিয়ে বাম পাশে দেখা মিলবে এনকিআররের এই ভ্যাট স্টল। এখনো কাজ শেষ হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।