গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি : বিইআরসি


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১২ মার্চ ২০১৫

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, এখনো গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পরিচালক (পেট্রলিয়াম) মো. জাকির হোসেন মজুমদার এ তথ্য জানান।

বিইআরসি জানায়, গ্যাস-বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের জন্য বিদ্যুৎ ও গ্যাস সেক্টরের বিভিন্ন কোম্পানি বিইআরসিতে গত অক্টোবর-ডিসেম্বরে আবেদন জমা দেয়। প্রাপ্ত আবেদনগুলো যথানিয়মে কারিগরি মূল্যায়ন কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে এবং ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে ব্যবসায়ী সংগঠন, ভোক্তা প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও এ সেক্টরের বিশেষজ্ঞরা অংশ নেন। তারা গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেরা করেন। তাদের মন্তব্য, বিবৃতি ও সুপারিশ রেকর্ড করা হয়।

বিইআরসি আরও জানায়, বর্তমানে এ সব বিষয়ে কমিশনে পর্যালোচনা ও পরীক্ষার কাজ চলছে এবং এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ‘বিদ্যুৎ-গ্যাসের দাম শিগগিরই বাড়ছে’ শিরোনামে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের খবর প্রকাশের পরে বিইআরসি এ বিবৃতি দেয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।