ইএফটির ড্রয়িং স্থাপনে কমালো জামানত হার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

বিদেশে এক্সচেঞ্জ হাউজের সঙ্গে দেশের ব্যাংকগুলোর ড্রয়িং ব্যবস্থা স্থাপনে সহজ করতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) নীতিমালা সংশোধন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় কমানো হয়েছে নিরাপত্তা জামানত হার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে বাংলাদেশি এক্সচেঞ্জ হাউজের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপন সংক্রান্ত নীতিমালা সহজতর করার লক্ষ্যে নীতিমালা ৪ (খ) এ বর্ণিত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইটিপি) পদ্ধতির ড্রয়িং ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে রক্ষিতব্য নিরাপত্তা জামানতের হার পুনঃনির্ধারণ করা হলো।

এক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অথবা ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে জামানত ২৫ হাজার থেকে কমিয়ে ১০ হাজার করা হয়েছে। আর এনআরটি অ্যাকাউন্টের ক্ষেত্রে জামানত ৫ লাখ টাকা থেকে কমিয়ে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের অনূকূলে কোনো ওভারড্রন সুবিধা প্রদান করা যাবে না।

এসআই/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।