বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ


প্রকাশিত: ১২:৩১ পিএম, ১১ মার্চ ২০১৫

রেকর্ড ডেটের কারণে ১১ মার্চ বৃহস্পতিবার তিনটি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি., এইচ আর টেক্সটাইল লি., গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লি.।

উল্লেখ্য, গত মঙ্গলবার এই কোম্পানিগুলো স্পট ও ব্লক/অডলটে শুরু হয়। বুধবার কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়।

কোম্পানি তিনটি ৩১ ডিসেম্বার ২০১৪ সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে। এতে হাইডেলবার্গ নগদ ৩৮০ শতাংশ, এইচ আর টেক্সটাইল সাড়ে ১২ শতাংশ এবং ৩২০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জিএসকে।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল হাইডেলবার্গ সিমেন্টের, ৩১ মার্চ এইচ আর টেক্সটাইলের এবং জিএসকের এজিএম অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।