ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত রিহ্যাব ফেয়ার


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনের রিহ্যাব ফেয়ার ২০১৬। আজ ছিল চতুর্থ দিন। আগামীকাল রোববার শেষ হবে এ হাউজিং ফেয়ার।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করেছে। এবারের মেলায় ১৭৫ টি স্টল রয়েছে। এবার খোলামেলা পরিবেশে দর্শক-ক্রেতারা বেশি করে যাচাই-বাছাইয়ের সুযোগ পেয়েছেন। রোববার ছুটির দিন এবং শেষ দিন হওয়ায় আরো অধিক ক্রেতা সমাগমের আশা করছেন মেলার আয়োজকরা।

এদিকে, প্রতিবছরের মতো এবারও মেলার দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এবং মাল্টিপল এন্ট্রির জন্য দুই ধরনের টিকেট দেয়া হয়েছে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ এবং মাল্টিপল এন্ট্রির টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলা চলাকালে ৫ বার প্রবেশ করতে পারবেন।

উল্লেখ, এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন  রাত ৯ টায় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।  

এমএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।