ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১০ মার্চ ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুল্যসূচক বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে ডিএসইতে সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের দর।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৯ পয়েন্টে রয়েছে।

শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৫৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা কম।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬১৪ পয়েন্টে। সিএসইতে মোট ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকা।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।