মূল্যস্ফীতি বেড়েছে জুলাই মাসে


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ আগস্ট ২০১৪

চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক শূণ্য ৪ শতাংশ। গত মাসে অর্থাৎ জুনে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ।

জুলাইয়ে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে (জুলাই)  খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ, যা  জুনে ছিল ৮ শতাংশ। আর জুলাইয়ে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ; যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।
 
সোমবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
মূল্যস্ফীতি বাড়ার কারণ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, `রোজা ও ঈদ কেন্দ্র করে বেচাকেনা বেড়ে যাওয়া মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।`
 
তবে চলতি মাসে মূল্যস্ফীতি আবার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।