২০২৪ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হবে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

আগামী ২০২৪ সালে স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। জাতিসংঘের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনসিএডি (আঙ্কটাড) এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে স্বল্পন্নোত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাংলাদেশ বিবেচিত হবে। ২০২৪ সালে এই তালিকা থেকে বের হয়ে আসবে। আর ২০২৭ সালের পর এলডিসির কোনো সুযোগ-সুবিধা পাবে না বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। সিপিডির সম্মানীয় রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, রিসার্চ পরিচালক ড. ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।

এমএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।