ঋণাত্মক মূলধন নিয়ে পলিসি নির্ধারণের দাবি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

শেয়ারবাজারে ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের নেগেটিভ ইক্যুইটি বা ঋণাত্মক মূলধনী হিসাবগুলো নিয়ে পলিসি নির্ধারণের দাবি জানিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নেতারা।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে নতুন কমিটির এক বৈঠকে ডিবিএ নেতারা এই দাবি জানান। তারা ব্রোকারদের কর অবকাশ সুবিধা আরও ২ বছর বৃদ্ধি, ক্যাপিটাল গেইনের ওপর  ট্যাক্স সুবিধাসহ পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু দাবি অর্থমন্ত্রীর কাছে পেশ করেন।

এসময় ১৫ সদস্যের নতুন কমিটির সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃত্ব দেন ডিবিএ সভাপতি আহমেদ রশিদ লালী। আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ সাদেক, সহ-সভাপতি খুজিস্তা নূর-ই নাহরীন, পরিচালক আব্দুল হক, শাহেদ আব্দুল খালেক, মাহবুবুর রহমান, ড. জহিরুল ইসলাম, রিচার্ড ডি রোজারিও প্রমুখ।

বৈঠকে কয়েকটি দাবি তুলে ধরে ডিবিএ সভাপতি বলেন, সকলের চেষ্টায় ডিমিচ্যুলাইজেশন হয়েছে। দুই স্টক একচেঞ্জেই অপারেটিং সিস্টেম লস চলছে। ব্রোকারদের কর অবকাশ সুবিধা আরও ২ বছর বৃদ্ধি যেসব শেয়ার বিক্রি হবে তার ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স সুবিধা দেয়ার দাবি জানান।
এসময় এডিবি প্যাকেজ আসতেছে, সেখানে টেকনিক্যাল এ্যাসিসটেন্ট কাজ ডিএসইতে দেয়ার অনুরোধ জানান লালী।

ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের নেগেটিভ ইক্যুইটি বা ঋণাত্মক মূলধনী হিসাবগুলো নিয়ে পলিসি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, বাজারে নেগেটিভ ইক্যুইটি ৬ হাজার কোটি টাকা। মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েনও এব্যাপারে আপনার কাছে একটি প্রস্তাবণা উত্থাপন করেছে। এটা সম্ভব না হলে বিকল্প হিসেব বন্ড ইস্যু করার অনুমতি দেয়ার সরকারের প্রতি আহবান জানান তিনি।

আহমেদ রশিদ লালী বলেন, শেয়ারবাজারে উন্নয়নে প্রথমবারের মতো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) আনুষ্ঠানিক যাত্রা করেছে। ১৫ সদস্যের কমিটির সবাই ভোটে নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, আমরা কিছু কাজ হাতে নিয়েছি, এর মধ্যে ডিএসই-সিএসইকে সঙ্গে নিয়ে ট্রেনিং প্রোগ্রাম হাতে নেয়া হবে, যেসব জেলায় ব্রোকার্স প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ব্রোকার্স হাউজের স্টাফদের ট্রেনিং দেয়া হবে। বিনিয়োগকারীদের সমস্যা চিহ্নিত করে সিকিউরিটিজ একচেঞ্জকে রিপোর্ট করবো।

মার্কেট ডেভেলপমেন্টের জন্য ব্লু চিফ কোম্পানিকে বাজারে নিয়ে আসা, ইতোমধ্যে অনেক কোম্পানি বাজারে এসেছে। প্রথমবারের মতো ২০ জন সফল ব্রোকার ও ২০ জন ইস্যুয়ার সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হচ্ছে। পুঁজিবাজারের উন্নয়নে ফাইন্যান্সিং কাউন্সিল দ্রুত গঠনের দাবি জানান তিনি।  

এমইউএই/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।