পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সব ধরণের সূচকের পাশাপশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ (সিএসই) একই চিত্র লক্ষ্যকরা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে আজ মোট ৩২৩টি কোম্পানির ১ হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩২৩ কোটি টাকা বা ৩০ দশমিক ৩৫ শতাংশ বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৪১ কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির শেয়ার দর।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে এদিন লেনদেন হয়েছে মোট ২৫৫টি প্রতিষ্ঠানের ৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।

এসআই/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।