১২ সংখ্যার টিআইএন চেয়েছে আল-আরাফাহ ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফা ইসলামিহ ব্যাংক শেয়ারহোল্ডাদের কাছে ১২ সংখ্যার ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ই-টিআইএন) চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লভ্যাংশের উপর ৫ শতাংশ কর অব্যাহতি পেতে শেয়ারহোল্ডাদের কাছ থেকে ১২ সংখ্যার টিআইএন চেয়েছে কোম্পানিটি। আগামী ১৫ মার্চে মধ্যে টিআইএন নম্বর পাঠাতে বলা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন (১), ক্লস (বি), সাব ক্লস (রর) অনুযায়ী, যেসব বিনিয়োগকারীর ১২ সংখ্যার টিআইন নম্বর নেই তাদের লভ্যাংশের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। তবে যাদের ১২ সংখ্যার টিআইএন নম্বর রয়েছে তাদের ১০ শতাংশ দিতে হবে। এজন্য আগামী ১৫ মার্চ রেকর্ড ডেটের আগে ১২ সংখ্যার টিআইএন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আল-আরাফা ইসলামী ব্যাংরকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫মার্চ ২০১৫।
এসআই/এএইচ/পিআর