টানা ৪ দিন দর পতন


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৪ মার্চ ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবস দর পতন হলো ডিএসইতে।

দিনশেষে ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮১ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে।

বুধবার ডিএসইতে টাকায় পরিমাণে ২১০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭২২ পয়েন্টে। সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৩২ পয়েন্টে।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা যা গত দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি টাকা।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।