দেশবন্ধুর রাইট ইস্যুর আবেদন বাতিল


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান দেশবন্ধু পলিমারের রাইট ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিএসইসির রাইট ইস্যু রুলস-২০০৬ এর ৩(ই) ধারা পরিপালনে ব্যর্থ হওয়ায় রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।।

এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ১:১ হারে অর্থ্যাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।