সর্বোচ্চ সুদ দিতে হবে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবে


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৩ মার্চ ২০১৫

তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারীকে সর্বোচ্চ সুদ বা মুনাফা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১০ টাকায় কৃষকরা, ৫০ টাকায় শিক্ষার্থীরা এবং ১০০ টাকায় কর্মজীবী পথশিশুরা হিসাব পরিচালনা করে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকিং সেবা বঞ্চিতদের সেবার আওতায় আনতে এই হিসাব খোলা হয়েছে। তবে হিসাব খোলাকে আরো কার্যকর করতে ব্যাংকগুলোকে তার হিসাবধারীকে সর্বোচ্চ সুদ দিতে হবে।

এসএ/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।