ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২০ এপ্রিল


প্রকাশিত: ০৩:১২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা (বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১৭) শুরু হবে ২০ এপ্রিল। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এ মেলায় ভুটান, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, পশ্চিমবঙ্গ, ফিলিপাইন, আসাম, তুরস্ক, মিসর, কাশ্মীর, মালদ্বীপ, শ্রীলংকা, ওড়িশাসহ অন্যান্য দেশের জাতীয় পর্যটন সংস্থা, শীর্ষস্থানীয় সব দেশি এবং বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নসহ প্রায় ২০০টি স্টল থাকবে।

এ বিষয়ে টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, এবারের মেলা বাংলাদেশের পর্যটনের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

অারএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।