আর্থিক প্রতিষ্ঠানের জন্য কঠোর নির্দেশনা যাচ্ছে


প্রকাশিত: ০৭:১২ পিএম, ০২ মার্চ ২০১৫

দেশে কার্যরত অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কঠোর হচ্ছে বাংলাদেেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় বার্তা পৌঁছাতে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের।

বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান সোমবার রাতে জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার তিনটায় কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে গভর্নর ড. আতিউর রহমান সহ উর্ধ্বতনরা থাকবেন।

জানা গেছে, সম্প্রতিকালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকরাও নানা ভাবে অনিয়ম করছেন এবং অবৈধ সুযোগ সুবিধা ভোগ করছেন। এসব ব্যাপারে প্রধান নির্বাহীদের কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে আতিউর রহমান জাগোনিউজের প্রশ্নের জবাবে বলেন, ২০১৫ সালের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কিছু নির্দেশনা দিতে বৈঠক ডাকা হয়েছে। তারা যাতে সুন্দর ভাবে চলতে পারে সেজন্য নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক কিছু সর্তক বার্তা দেবে।

জানা গেছে, বৈঠকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিগত বছরের সূচক পর্যালোচনা, ঋণ প্রবাহ, তহবিল ব্যবস্থাপনা, পরিশোধিত মূলধন শতকোটি টাকা করা, বন্ড মার্কেটে প্রবেশ, গ্রাহকের কাছ থেকে চার্জ আদায় নিয়ে আলোচনা হবে।

এসএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।