শিগগিরই শিল্পনীতি বাস্তবায়ন : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ মার্চ ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উৎপাদনের প্রতিযোগিতাতে আরো মনোযোগ নিবদ্ধ করতে স্টোকহোল্ডারদের মতামত নিয়ে শিগগিরই জাতীয় শিল্পনীতি-২০১৫ বাস্তবায়ন হচ্ছে।

রোববার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশে বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে বিনিয়োগ বোর্ডের চালুকৃত `অনলাইন ভিসা ইস্যু, ওয়ার্ক পারমিট প্রদান এবং শাখা/লিয়াজোঁ অফিস স্থাপন` সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি জানান, এরই মধ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ এর খসরা তৈরি হয়ে গেছে। নতুন এই শিল্পনীতিতে বিদেশি বিনিয়োগকারীদেরকে বিভিন্ন উদ্দীপনামূলক প্যাকেজ দেওয়া হবে। যাতে করে বিদেশিরা এদেশে বেশি বেশি বিনিয়োগে আগ্রহী হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাবাস চন্দ্র মন্ডল, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল প্রমুখ।

এসআই/বিএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।