রোববার কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের দর
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৯টি কোম্পানির ৭ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৩৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার ২২১ টাকা। যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৫৫ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ২৩ কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্য ১৩ সূচক পয়েন্ট কমে ১ হাজার ৭৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৮ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, সোশ্যাল ইনভেস্টমেন্ট ইসলামি ব্যাংক, সিঙ্গার বিডি, সামিট এলায়েন্স, বিএসসিসিএল, এমজেএল বিডি, এসিআই ও আইডিএলসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো সোশ্যাল ইনভেস্টমেন্ট ইসলামি ব্যাংক, আল-হাজ্জ টেক্স, শাহজীবাজার পাওয়ার, মিথুন নিটিং, দেশ গার্মেন্ট, পূবালি ব্যাংক, রেকিট বেনকিজার, হাওয়া ওয়েল টেক্স, জেমিনি সি ফুড ও এপেক্স ট্যানারি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কম্পিানি হলো মডার্ন ডাইং, ম্যাকসন স্পিনিং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সায়হাম কটন, গোল্ডেন হারভেষ্ট, গ্লোবাল ইন্সুরেন্স, লাফার্জ-সুরমা সিমেন্ট, হাক্কানী পাল্প, বিডি থাই ও বিডি কম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক সিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এর মধ্যে দাম বেড়েছে ৫০টি, কমেছে ১৫৪টি, অপরিবর্তীত রয়েছে ২২টি কোম্পানির দর। টাকায় লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭১ লাখ টাকা।
এসআই/বিএ/আরএস