বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে উদ্যোগ নিয়েছে সরকার


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিযোগ (এক্সপোজার) সমস্যা সমাধান হয়েছে। এখন দেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে। আগামীতে এ স্থিতিশীল অবস্থা যেকোনো মূল্যে ধরে রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিটি রাষ্ট্রের উন্নতির পেছনে বিশেষ অবদান রাখে পুঁজিবাজার। তাই দেশের পুঁজিবাজারের দিকে সরকারকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বাজার স্থিতিশীল রাখলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে।

দেশে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকার ইতোমধ্যে এ বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে এগিয়ে আসতে হবে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এখন লেনদেন বেশি হচ্ছে। তবে এ বিষয়ে বিনিয়োগকারীকে সচেতন হতে হবে।

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালী, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী তার বক্তব্য শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রায় ৪০টি স্টলে তাদের সেবা পণ্য প্রদর্শন করছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া প্রবেশে কুপনের র‌্যাফল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান পুরস্কার জেতার সুযোগ রয়েছে।    

এসআই/ ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।