নতুন মাত্রায় রিজার্ভ


প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন অর্থাৎ দুই হাজার ৩শ` কোটি ডলার ছাড়িয়েছে। রিজার্ভের এ পরিমাণ স্বাধীনতা পরবর্তী সর্বোচ্চ বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মূখপাত্র এ এফ এম আসাদুজ্জামান। এছাড়া বাংলাদেশের এই রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো দুই হাজার ২শ` কোটি ডলারের ঘর অতিক্রম করেছিল বলে তিনি জানান।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, মূলত বিনিয়োগে মন্দার কারণে বৈদেশিক মুদ্রার খরচ কম হওয়া, রফতানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকা, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ আসার কারণে রিজার্ভ বাড়ছে। বর্তমানের এ রিজার্ভ সাত মাসেরও বেশি আমদানি দায় মেটানোর সমান।

প্রাপ্ত তথ্য মতে, দক্ষিণ এশিয়ার প্রথম অবস্থানে থাকা ভারতের বর্তমান রিজার্ভ রয়েছে তিন ১৩ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ রয়েছে এক হাজার ৩শ কোটি ডলারের কিছু বেশি।

এর আগে গত ৭ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২শ` কোটি ডলার অতিক্রম করে। তবে আমদানি ব্যয় বাড়া এবং অক্টোবরে রফতানি ও রেমিট্যান্স কমার ফলে তা আবার দুই হাজার ১শ` কোটি ডলারের ঘরে নেমে আসে। পরে গত ৫ নভেম্বর রিজার্ভ আবার দুই হাজার ২শ` কোটি ডলারের ঘর অতিক্রম করে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।