নতুন ৬ পণ্য নিয়ে এলো মিডল্যান্ড ব্যাংক
গ্রাহক ও আমানতকারীদের আরও উন্নত সেবা দিতে নতুন ছয় সেবা পণ্য নিয়ে এলো বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এর মধ্যে পাঁচটি আমানতকারীদের জন্য, অন্যটি ক্রেডিট কার্ড ব্যবহারে ইচ্ছুকদের জন্য।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব পণ্যের উদ্বোধন করা হয়। নতুন প্রজন্মের এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান আনুষ্ঠানিকভাবে সেবা পণ্যগুলোর বিস্তারিত তুলে ধরেন।
বাজারে নিয়ে আসা আমানত সেবার মধ্যে রয়েছে, এমডিবি সুপার সেভার, এমডিবি কলেজ সেভার, এমডিবি স্কুল সেভার, এমডিবি প্রবাসী সেভিংস এবং এমডিবি গিফট চেক। এছাড়া গ্রাহকদের জন্য ভিসা ব্র্যান্ডের ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।
আহসান-উজ-জামান বলেন, আমাদের নতুন পণ্যগুলো কিছুটা উদ্ভাবনী। আমাদের কর্মীরা দিন-রাত কাজ করে এসব পণ্য গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসেছে।
জন্ম থেকে পেশাজীবন সব স্তর বিবেচনা করে এসব পণ্য নিয়ে আসা হয়েছে, বলছিলেন এমডি। বাজারের প্রচলতি সঞ্চয়ী আমানতগুলোর থেকে কিছুটা বেশি সুদও দেওয়া হবে এসব আমানতকারীদের।
এমডিবি সুপার সেভার : ১৫ হাজার টাকায় এই হিসাব খোলা যাবে। এ জন্য সুদ নির্ধারণ করা আছে ৬ দশমিক ২৫ শতাংশ। এক লাখ টাকা পর্যন্ত আমানতের বিপরীতে এই সুদ পাবেন গ্রাহকরা। তবে আমানত সীমা ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা হলে সুদ হবে সাড়ে ৬ শতাংশ। ৫ থেকে ১০ লাখ টাকা জমায় দেওয়া হবে ৭ দশমিক ২৫ শতাংশ সুদ। ১০ লাখ টাকার ওপরে আমানকারী পাবেন ৭ দশমিক ৭৫ শতাংশ সুদ।
সুপার সেভাররা হিসাব খুলে পাবেন ডেবিট কার্ড সুবিধা, বিনা খরচে ক্ষুদে বার্তায় হিসারের তথ্য, বিনা খরচে ইন্টারনেট ব্যাংকিং এবং চেক সুবিধা।
এমডিবি প্রবাসী : আহসান-উজ-জামান বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কথা বিবেচনা করে বিশেষ এই আমানত পণ্য । প্রবাসীরা বিদেশে থেকেই এই হিসাব খুলতে পারবেন। দৈনিক ভিত্তিতে উচ্চ সুদ দেওয়া হবে প্রবাসীদের হিসাবে।
এমডিবি কলেজ সেভার : কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা দিতে এই সেবা। বিনা খরচে এই হিসবে পরিচালনা করতে পারবেন শিক্ষার্থীরা। আহসান-উজ-জামান বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস তৈরি করে মিডল্যান্ড ব্যাংক এই সেবা চালু করে। আমানতে ১০ হাজার টাকা পর্যন্ত আমানত জমা থাকলে দেওয়া হবে ৬ শতাংশ, ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায় সুদ পাবেন শিক্ষার্থীরা ৬ দশমিক ২৫ শতাংশ এবং ৫০ হাজার টাকার ওপরে জমা থাকলে ৬ দশমিক ৭৫ শতাংশ। দেওয়া হবে ডেবিট কার্ডও।
স্কুল সেভার : দৈনিক ভিত্তিতে জমার বিপরীতে সুদ পাবেন ক্ষুদে শিক্ষার্থীরা। বিনা খরচে হিসাব পরিচালনা করে জমার বিপরীতে দেওয়া হবে কলেজ সেভারদের হারে সুদ। হিসাব খুলতে হবে অভিভাবককে।
গিফট চেক : প্রিয়জনকে উপহার হিসেবে নগদ টাকা দেওয়াটা কিছুটা বিব্রতকর। এটি বিবেচনা করে এমডিবি গিফট চেক। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত গিফট চেক পাওয়া যাবে কোনো ধরনের গ্রাহক তথ্য ছাড়াই। সর্বনিম্ন ৫ টাকাও চেক নেওয়া যাবে। তিন মাসের বেশি সময় চেক ধরে রাখলে দেওয়া হবে বিভিন্ন হারে সুদ।
ক্রেডিট কার্ড : কিছু সহজ শর্তে ক্রেডিট কার্ড চালু করলো মিডল্যান্ড ব্যাংক। প্রথম বছর কোনো খরচ ছাড়াই কার্ড ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, বছরে ১৫টি লেনদেন করলে কোনো চার্জ দিতে হবে না আপনাকে।
সংবাদ সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইমুলক কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/এমএস