শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন


প্রকাশিত: ১০:০০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৮ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৯০ পয়েন্ট। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসইতে বুধবার ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬টির দাম বেড়েছে, কমেছে ২৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে চার হাজার ৭৪২ তে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৪২ কোটি  ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে বেড়েছে ৩৩ কোটি টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০৯ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৫টির, কমেছে ১৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ টাকা।

এসআই/এএই্চ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।