ব্যাংক এশিয়ার পর্ষদ সভা বৃহস্পতিবার


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় এই ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে।

২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৯২ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।