সুন্দরবনে ভারতের বার্ষিক ক্ষতি ১২৯০ কোটি টাকা
আবহাওয়া পরিবর্তনের জেরে শুধুমাত্র সুন্দরবনের ক্ষয়ক্ষতি পূরণে ভারতের খরচ হয় প্রত্যেক বছর ১২৯০ কোটি টাকা। ক্ষতির এই পরিমাণ প্রকাশ্যে আনল ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট।
ইকোসিস্টেম থেকে সুন্দরবনের পরিবেশের যে ক্ষতি হয়, তার জন্য প্রত্যেক বছর ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি টাকা, যেখানে এই খাতে ভারতের বরাদ্দ ৬২০ কোটি। দেখা গিয়েছে ২০০৯ সালে ভারতের অন্যতম এই পর্যটনের কেন্দ্র থেকে যা আয় হয়েছে, তার ১০ শতাংশই হল ১২৯০ কোটি।
রাজ্য সরকারের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের উন্নয়নের কাজ চলছে। রিপোর্টে বলা হয়েছে, ক্ষতির মূল কারণগুলো হল ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাওয়া, সাইক্লোনের প্রভাব, অপর্যাপ্ত চাষের জমি ইত্যাদি।
৫৪টি দ্বীপ নিয়ে তৈরি সুন্দরবন। ৪৪ লক্ষ মানুষ বসবাস করেন এখানে। ঝড় আর বন্যার প্রভাব তো আছেই, পাশাপাশি, বিশ্ব উষ্ণায়নের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেসকো’র ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় থাকা এই দ্বীপগুলো।
এসআরজে