কৃষি ও এসএমই খাত গুরুত্ব পাচ্ছে


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ ব্যাংক কৃষি ও এসএমই খাতের অর্থায়নকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

তিনি বলেন, `সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কৃষি ও এসএমই খাতে অর্থায়নের ওপর প্রদান করছে। এ বছর ব্যাংকগুলোকে ১ লাখ ৩৭ হাজার ৫৯২ কোটি টাকা এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আগে নারীরা ব্যাংকে যেতে ভয় পেত এখন চিত্র পাল্টে গেছে।

মঙ্গলবার রাজধানীর পূর্বানী হোটেলে আইএফআইসি ব্যাংকের এসএমই প্রোডাক্ট উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সারওয়ার।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।