গভর্নর-ডিকসন বৈঠক দুপুরে


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করবেন সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএসএম আসাদুজ্জামান।

তিনি জানান, ডিকসনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।