ঢাকা-আগরতলা ফ্লাইট চালুতে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা


প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা-আগরতলা বিমান ফ্লাইট চালুর ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সফররত ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর প্রতিনিধিদল। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে মতবিনিময়কালে তারা এ আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। রোববার মিন্টুরোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে প্রতিনিধিদল সাক্ষাত করেন। দলটি টিটি এর এমডি এবং আইসিসি প্রেসিডেন্ট রূপেন রায় এগার সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহলসহ বিদ্যমান অভিন্ন অনেক ইস্যু আলোচনার মাধ্যমে শিগগিরই নিষ্পত্তি হবে। দু’দেশের জনগণের কৃষ্টি, সংস্কৃতি এবং মূল্যবোধ হাজার বছরের এবং অভিন্ন। দু’দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন আরো বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতের সাথে সরাসরি সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি আমাদের মধ্যে বিমান যোগাযোগ আরও বাড়াতে হবে।

তিনি পর্যটন ও এভিয়েশনসহ বিভিন্ন খাতে বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, টিটাগড় ওয়াগনস লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান জগদীশ প্রাসাদ চৌধুরী, পাট্রন গ্রুপের এমডি হর্ষবর্ধন নিয়োতিয়া, রবি অটো গ্রুপের চেয়ারম্যান রবি পোদ্দার, শাহারিয়া গ্রুপের চেয়ারম্যান এমকে শাহারিয়া, ইন্ডিয়ার চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজেব সিংহ, ফিয়াল জিএমবিএইচ এর চেয়ারম্যান আছিম ক্লিংগবার্গ এবং সিইও ডিকে ব্যানার্জি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।