ইস্টার্ন হাউজিংয়ের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং-এর শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানিটির ২০১৫ সালের ৩১ জানুয়ারি শেষ হওয়া অর্ধবার্ষিকী (আগস্ট’১৪-জানুয়ারি’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা আর শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৭ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৮৪ পয়সা।
গত ৩ মাসে (নভেম্বর ১৪– জানুয়ারি, ১৫) কোম্পানির মুনাফা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা।
কোম্পানিটি ২০১৪ সালে ১১ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে শেয়ার প্রতি আয় ইপিএস দাড়ায় ৬৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৮ পয়সা।
এসআই/বিএ/আরআইপি