‘ট্রাম্পের জয়ে বাংলাদেশি অভিবাসীদের সমস্যা হবে না’


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশি অভিবাসীদের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
ট্রাম্প বিভিন্ন সময় অভিবাসীদের নিয়ে প্রায়ই বিরূপ মন্তব্য করেছেন। তার জয়ে বাংলাদেশি অভিবাসীদের কোনো সমস্যা হবে কি না তা জানতে চাইলে মুহিত এ মন্তব্য করেন।

এ সময় তিনি এর প্রভাব না পরার কারণ উল্লেখ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইমিগ্রেন্ট কান্ট্রি। এর আগেও বিভিন্ন সরকার অভিবাসীদের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। তারা সফল হয়নি। এবারও কিছু হবে না।

বুধবার বিকেলে সচিবালয়ে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভা শেষে তার কাছে ওই প্রশ্ন করা হয়।

এ সময় তিনি আরো বলেন, ট্রাম্পের সরকার গঠনের ফলে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না।

ট্রাম্পের সরকারের সঙ্গে নতুনভাবে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আলোচনা করবে বলেও তিনি জানান।
 
এমইউএইচ/এআর/জেডএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।