কমেছে বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর
দেশের উভয় বাজারে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় বাজারে লেনদেন শুরু হয় সূচকের উঠানামার মধ্য দিয়ে। দিনেশেষে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ সময়ে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০২ এ। এছাড়াও ডিএস-৩০ সূচক অপরিবর্তিত থেকে এক হাজার ৭৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৩৩ তে অবস্থান করছে। টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৫৯ কোটি টাকা, যা গত দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেন হয়েছিল ২৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯২৯ তে পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এসআই/এএইচ/পিআর