বেসিক ব্যাংকের আট কর্মকর্তা চাকরিচ্যুত


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ঋণ জালিয়ারির পর এবার সনদ জালিয়াতির ঘটনা মিললো রাষ্ট্রায়ত্ত্ব বিশেষায়িত বেসিক ব্যাংকে। সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজন উপ মহাব্যবস্থাপক পদ মর্যাদার কর্মকর্তা এবং ৭ ক্যাশ সহকারিকে চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিষয়টি স্বীকার করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম ও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে টেলিফোনে জাগো নিউজকে আলাউদ্দিন এ মজিদ বলেন, বোর্ডের সিদ্ধান্তে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। তারা সনদ জালিয়াতি করে চাকরি করে যাচ্ছিল। এর আগেও তাদের বাদ দেওয়া হয়েছিলো একই অভিযোগ। কিন্তু আবার চাকরিতে বহাল করা হয়েছে। কিন্তু সেটি কিভাবে সম্ভব। সেটি বিধান মেনে হয়নি।

তিনি আরো বলেন, এরা চুক্তি ভিত্তিক কাজ করছিলো ব্যাংকের সঙ্গে। আমাদের নিয়মিত কর্মকর্তা বা কর্মচারী নয়।

তবে কোন ঋণ কেলেংকারির সঙ্গে এরা জড়িত কিনা এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, না, কোন ঋণ কেলেংকারির সঙ্গে এরা জড়িত ছিলো না।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।